গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ঈশ্বরদীসহ বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। দেশে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। পাবনা-৪ আসনের উপনির্বাচন সম্পর্কে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী।
বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদীর সভাপতি জোমসেদ আলী জানান, মুক্তিযোদ্ধা বিশ্বাস উপজেলা চেয়ারম্যান থাকাকালে ঈশ্বরদীতে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোত উন্নয়ন তাঁরই হাত দিয়ে হয়েছে। এজন্য শিক্ষকরা তাঁর প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা স্বউদ্যোগে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহন করেছি।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা আহব্বায়ক উপাধ্যক্ষ ইসমাইল হোসেন জানান, মুক্তিযোদ্ধা ও নিবেদিত প্রাণ ব্যক্তির নৌকা প্রতীকের জন্য আমরা কলেজ শিক্ষকরা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছি।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ঈশ্বরদী শাখার সভাপতি আনিসুর রহমান জানান, ঈশ্বরদীতে রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের সাথে সাথে বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে আমরা নতুন প্রজন্মের ভোটারদের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোটদানে উদ্ভুদ্ধ করছি।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ জানান, শেখ হাসিনা সরকার কৃষি উন্নয়নে কৃষকদের ভর্তূকি দেওয়ায় কৃষিতে অভুতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এলাকায় কৃষি খামার প্রতিষ্ঠায় উৎসাহিত ও সহযোগিতা দানের কারণেই ঈশ্বরদীর সর্বাধিক সংখ্যক জাতীয় কৃষি পদক পেতে সমর্থ্য হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা কৃষকরা নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ।
আঘোরিয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, নৌকার বিজয় না হলে দেশ আবার অনুন্নত দেশে পরিণত হবে। জঙ্গি, সন্ত্রাসীর দেশে পরিণত হবে- যা বিগত বিএনপির আমলে ছিল। আমরা শান্তি চাই, চাই উন্নয়ন এবং এলাকার মানুষ শান্তি চায়।তাই নৌকার বিজয় আমরাও চাই।
মুক্তিযোদ্ধা সংসদের গোলাম মোস্তফা চান্না মন্ডল বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধাকে জননেত্রী শেখ হাসিনা মনোনযন দেয়ায় আমরা গর্ববোধ করছি। তাঁর বিজয় নিশ্চিত করতে আমরা নির্বাচনের মাঠে রয়েছি।
শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু জানান, ঈশ্বরদী বাজার সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজ মুক্ত।এতে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের অবদান রয়েছে। তাই শান্তিপ্রিয় ব্যবসায়ীরা নৌকায় ভোট দিতে একতাবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ