পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস জানান, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দৃশ্যমান উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে সন্ত্রাস-নৈরাজ্য বাড়ে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়ইচারা হাটে সলিমপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, আর সুস্থ থাকেন, আমাদের আর কোনো ভয় নেই। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়বো।
এসময় তিনি উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করেন।
সলিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল ইসলাম সরদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ