পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের তফসিল আজ রোববার ( ২৩ আগস্ট) ঘোষণা করা হতে পারে।
আজ নির্বাচন কমিশনের (ইসি) ৬৮তম বৈঠক অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি বিকেল ৩টায় ।এ সভায় পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেয়া হবে। এদিন সভায় তিনটি আলোচ্যসূচি রয়েছে। এগুলো হলো পাবনা-৪ ও ঢাকা-১৮ এর নির্বাচন অনুষ্ঠান ও অন্যান্য শূন্য আসনের নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্থগিত, মেয়াদোত্তীর্ণ ও শূন্যপদের নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এবং বিবিধ।
এর আগে গত ১০ আগস্ট ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর জানান, চলতি মাসের ২৩ বা ২৪ তারিখে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
নিয়ম অনুযায়ী কোনো একটি আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে ঢাকা-১৮ আসন শূন্য হয়। সে অনুযায়ী আগামী ৬ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করতে হবে। এছাড়া ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী এই আসনে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।
জানা যায়, ইসি চলতি সপ্তাহে সোমবার ও বুধবার আরও দুটি সভা করবে। ২৪ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠেয় কমিশনের ৬৯তম সভায় এজেন্ডায় রয়েছে- স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা আইনের খসড়া অনুমোদন এবং ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় অনুষ্ঠেয় ৭০তম কমিশন সভার এজেণ্ডার মধ্যে রয়েছে- রাজনৈতিক দলের নিবন্ধন আইন-২০২০ এর বিষয়ে প্রাপ্ত মতামতের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
১৮ আগস্ট চলতি সপ্তাহের তিনটি কমিশন সভার আলাদ আলাদা চিঠি ইস্যু করেন ইসির উপসচিব (সংস্থাপন) মো. সাবেদ উর রহমান।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ