নিজস্ব প্রতিনিধি !! লালপুর থানা পুলিশ শনিবার অভিযান চালিয়ে পৃথক দুটি মাদক মামলার সাঁজাপ্রাপ্ত দুই আসামী কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।
লালপুর থানা সূত্রে জানাযায়, শনিবার (২৭জুন) লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা গোধড়া এলাকা থেকে ২০১৮ সালরে মাদক মামলায় ৬ মাসের সাঁজা প্রাপ্ত আসামী গোধড়া গ্রামের তোফাজ্জল পাঠানের ছেলে সাইদুল ইসলাম পাঠান (২৮) গ্রেফতার করনে।
অপর দিকে উপজেলার ভাদুর বটতলা এলাকা থেকে ২০১৮ সালের মাদক মামলায় সাঁজা প্রাপ্ত আসমী দক্ষিন লালপুর এলাকার (কলোনী পাড়া) মৃত আজজিুল শেখের ছেলে আসাদুল শেখ (২৬) কে গ্রেফতার করেন। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।এব্যপারে লালপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি )মো: সেলিম রেজা জানান,২০১৮ সালের মাদক মামলায় সাঁজা প্রাপ্ত আসামী সাইদুল ইসলাম পাঠান ও আসাদুল শেখকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়ছেে
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ