ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি!! লালপুর উপজেলার নাগশোষা নিবাসী বীর মুক্তিযোদ্ধা হজরত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) জানা যায়, লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হজরত আলী (৬৮) বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না ----রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী,কন্যা, পুত্র রেখে যান।
লালপুর উপজেলা প্রশাসনের পক্ষে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী রবিন আহম্মদ কফিনে ফুল দেন এবং নাটোর জেলা পুলিশের একটি দল গার্ডঅবঅনার প্রদান করেন। বাদ মাগরিব মাহারাজপুর কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ