ফজলুর রহমান (লালপুর) নাটর প্রতিনিধি !! লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আম নিলাম আজ রোববার (৭ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আম নিলাম ডাকে সর্বোচ্চ ৬৫ হাজার টাকায় আম ডেকে নেন উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে শহিদুল ইসলাম। ২য় সর্বোচ্চ ৬০ হাজার টাকা ডাকেন আট্টিকা গ্রামের মোয়াজ্জেম হোসেন।
নিলাম সূত্রে জানা যায়, আজ উপজেলা অডিটোরিয়ামে নিলাম ডাকে ৬ জন অংশগ্রহন করেন। ১১ দফা ডাক শেষে সর্বোচ্চ ডাক ৬৫ হাজার টাকা ঘোষনা কারীকে ৭টি আশ্বিনা আম গাছের আম নিলাম দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ