বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযান। ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন  ৩৮ বছর পর ঈশ্বরদীতে কর্মরত দায়িত্ব শেষ করলেন ট্রেন পরিচালক আফজাল হোসেন ঈশ্বরদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, অবৈধ জাল সহ মা ইলিশ জব্দ ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে দুই জেলে আটক, কারাদণ্ড প্রদান ঈশ্বরদীতে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৯ জেলে আটক নাটোরের লালপুরে ইমো হ্যা’কিং চক্রের ৯ সদস্য গ্রে’ফ’তা’র ঈশ্বরদীতে ভাড়াবাসা থেকে নারীর মরদেহ উদ্ধার। ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌ পুলিশের হাতে জেলে আটক এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

প্রকাশিত হল পার্থ বড়ুয়ার প্রথম একক অ্যালবাম

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-  দীর্ঘদিনের ক্যারিয়ারে কোনো একক অ্যালবাম ছিল না ব্যান্ডদল সোলসের কান্ডারি সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়ার। এ পর্যন্ত যেসব গান প্রকাশ হয়েছে সেগুলো হয় মিক্সড অ্যালবামের, নয়তো ব্যান্ডদলের। অবশেষে প্রথমবারের মতো প্রকাশিত হল তার একক অ্যালবাম। নাম রেখেছেন ‘মুখোশ’।

২৯ মে মধ্যরাতে প্রকাশ হল প্রথম একক অ্যালবাম ‘মুখোশ’-এর প্রথম গান ‘শহর ও মেঘদল’।

এ প্রসঙ্গ পার্থ বড়ুয়া বলেন, “এটাই আমার ক্যারিয়ারের প্রথম একক অ্যালবাম। এর আগে যেগুলো বের হয়েছে, সেগুলো একক অ্যালবাম নয়। বিভিন্ন গান যোগ-বিয়োগ করে ‘বেস্ট অব পার্থ বড়ুয়া’ ধরনের অ্যালবাম বাজারে এসেছে। সুতরাং এটাই আমার প্রথম একক অ্যালবাম।”

দীর্ঘদিন ধরেই তার এই অ্যালবামটি সংবাদের শিরোনাম হয়ে আসছিল। কিন্তু কবে নাগাদ সেটি প্রকাশ করবেন সেটা নিশ্চিত করে কখনোই বলেননি এই জনপ্রিয় গায়ক। বরাবরই সোলসের কাজকর্ম নিয়েই ব্যস্ত থেকেছেন। মাঝে নাটকে অভিনয়েও সময় দিয়েছেন। সবকিছু মিলিয়ে অ্যালবামের কাজ শেষ করতে পারেননি বলেও ধারণা করা হয়। অবশেষে লকডাউনের মধ্যে সেটির কাজ শেষ করে ঈদ উপলক্ষে সেটি প্রকাশ করলেন এ গায়ক।

আইপিডিসি ফিন্যান্স নামে একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, “এবারের ঈদ আমাদের সবার জন্যই একেবারে ভিন্নরকম। সবাই ঘরবন্দি। এরমধ্যে আইপিডিসি আয়োজন করেছিল ‘জাগো উচ্ছ্বাসে ঈদ আনন্দে’ নামের ফেসবুক অনুষ্ঠানের। এর মাধ্যমেই আমার প্রথম অ্যালবাম প্রকাশের ঘোষণাটা আসে। এতে পাঁচটি বিষয়ভিত্তিক গান আছে। যার প্রথমটি ‘শহর ও মেঘদল’। ক্রমান্বয়ে বাকি গানগুলোও প্রকাশ হবে।’’


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর