নিজস্ব প্রতিবেদকঃ- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনার সময় ইমাম আইয়ুব আলী (৭০) এর সিজদা রত অবস্থায় মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তিনি গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন।
শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান হাবিব জানান, ঈদুল ফিতরের সকাল সাড়ে আটটার নামাজের ইমাম ছিলেন আইয়ুব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের ২য় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন। তখনই তার মৃত্যু হয়। তিনি উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও এলাকার প্রবীন সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ