আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হলরূমে প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস এর সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সেলিম আকতার, পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মাহমুদ৷
ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আশরাফুল হক জানান সকাল ৯টা থেকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসারগণ দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উলেক্ষ্য ঈশ্বরদী উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ বার হাজার ছয়শত চব্বিশ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ এগারো হাজার একশত একান্ন জন। নারী ভোটার এক লক্ষ চৌদ্দ হাজার চারশত তেয়াত্তর জন। ভোটারদের জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮১টি কেন্দ্রে ৬০৮টি বুথে ভোট নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রস্তুত করা হচ্ছে।