শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

স্বপ্নের নায়ককে হারানোর ২৪ বছর আজ

অনলাইন ডেস্ক
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
ছবিঃ সংগৃহীত

অকাল প্রয়াত নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই অভিনেতা। মৃত্যুর ২৪ বছর পেরিয়ে এখনো ভক্তদের অন্তরে চিরসবুজ হয়ে আছেন এ স্বপ্নের নায়ক। সালমান শাহ আজও বেঁচে আছেন তার কাজের মাধ্যমে।

এ নায়কের প্রয়াণ দিবসে নানা রকম আয়োজন করেছে তার ভক্তরা। দেশের টিভি চ্যানেলগুলোও প্রচার করবে সালমান অভিনীত সিনেমা। তারমধ্যে সালমান শাহকে স্মরণ করে নাগরিক টেলিভিশন আজ ৬ সেপ্টেম্বর (রোববার) দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করবে কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাহরিয়ার চৌধুরী ইমন থেকে সালমান শাহ হওয়া এই নায়ক। ছবিতে তিনি ছিলেন মৌসুমীর বিপরীতে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান।

আমির খান-জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি সিনেমা  কেয়ামত সে কেয়ামত তক- এর অফিসিয়াল পুনঃনির্মাণ কেয়ামত থেকে কেয়ামত। মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল সিনেমাটি। পাশাপাশি পেয়েছিল ব্যবসায়িক সফলতা।

সালমান-মৌসুমী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !