শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

লালপুর ও বাগাতিপাড়ায় প্রতারণা করে প্রবাসীদের ইমো হ্যাক করাই তাদের পেশা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
আটককৃত ইমো হ্যাকার চক্রের ১২ সদস্য।

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, ফাঁদে ফেলে প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়াই এ চক্রের পেশা। তারা দীর্ঘদিন ধরে অসংখ্য প্রবাসীর সঙ্গে প্রতারণা করে আসছিল। এর আগেও এ চক্রের সদস্যদের আটক করা হয়েছিল। মুক্তি পেয়ে তারা পুনরায় প্রতারণায় লিপ্ত হয়।

পুলিশ সুপার জানান, সম্প্রতি গণমাধ্যমে ইমো হ্যাকার চক্র নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ স্বপ্রনোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড ও অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন। পরে পুলিশ একটি মামলা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালপুর থেকে আটজন ও বাগাতিপাড়া থেকে চারজনকে আটক করে ।

প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, লালপুর থানার ওসি ফজলুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !