শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

ভারতে থাকা বাংলাদেশিরা ফিরতে পারবেন না ২ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

ভারতে করোনার দাপাট বাড়তে থাকায় সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ করেছে বাংলাদেশ সরকার। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলবে।

দুই সপ্তাহ সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়বেন ভারতে অবস্থান করা বাংলাদেশিরা।

বর্তমানে দেশটিতে দু’হাজারের মতো বাংলাদেশি অবস্থান করছেন। একটি সূত্র জানিয়েছে, এরমধ্যে প্রায় ১৫শ রোগী এবং ৫শর বেশি ব্যবসায়ী আছেন। যারা মূলত ঈদের বাজারের কারণে ভারতে আছেন।

এ বিষয়ে বাংলানিউজকে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হাই-কমিশনার তৌফিক হাসান বলেন, হ্যাঁ মোটামুাটি দু’হাজারের মতো বাংলাদেশি ভারতে অবস্থান করছেন। তবে এখনই সঠিকভাবে বলতে পারবো না। কতজন রোগী, কতজন আদার্স। কারণ আজ রোববার, এখানে ছুটির দিন। তবে যারা ভারতে আছেন তারা দু’সপ্তাহের জন্য ফিরতে পারবেন না।

‘ব্যাতিক্রম যাদের ভিসার মেয়াদ শেষ। তবে এমন কোনো ব্যক্তি থাকলে তাদের এখানে (দূতাবাসে) যোগাযোগ করতে হবে। এখান থেকে একটি শংসাপত্র দেওয়া হবে, তাই নিয়ে দেশে ফিরতে হবে। ’

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ। গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিন মারা যাচ্ছে দুই হাজারের বেশি। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার স্থলসীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দিনের জন্য।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !