শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে কোকেন সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ ও শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঈশ্বরদীতে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার! গ্রেফতার-১ পাকশী বিভাগীয় রেলওয়ের ২৭ বীর-মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে স্বাধীনতা দিবস পালিত ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন পাবনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারখানায় র‌্যাবের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চলতি বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি

চলতি বোরো মৌসুমে ছয় লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান এবং ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান, আগামী ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ করবে খাদ্য মন্ত্রণালয়। আর চাল সংগ্রহ শুরু হবে ৭ মে থেকে। সংগ্রহ শেষ হবে আগামী ৩১ আগস্ট।

খাদ্যমন্ত্রী জানান, কৃষক পর্যায় থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ছয় লাখ টন ধান কিনবে সরকার।

মন্ত্রী জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

বোরো মৌসুমে চাল আমদানি অব্যাহত রাখা হবে কি-না এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেসরকারি আমদানিটা বন্ধ হয়ে যাচ্ছে। যতটুকু এলসি খোলা হয়েছে তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব চাল আনতে হবে। ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে আমদানির কোন চাল আর ঢুকবে না। কৃষকের ক্ষতি হতে পারে এই চিন্তা করেই আমরা ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছি। মাত্র চারদিন বাকি আছে।’

মন্ত্রী বলেন, ‘সরকারিভাবে আপৎকালীন মজুত বৃদ্ধির জন্য আমরা টেন্ডার করেছি, সেটার অনেকখানি এসেছে, আরও কিছু রাস্তায় আছে। সেগুলো আসবে। জুন পর্যন্ত যেটা (চাল) আমাদের লাগবে, আপৎকালীন মজুদ রাখতে হবে, সেই কন্ট্রাক্টের চালগুলো আসবে।’

এক প্রশ্নের জবাবে খ্যাদ্যমন্ত্রী বলেন, ‘সবাই সিন্ডিকেটের কথা বলি, কিন্তু কেউ সিন্ডিকেট ধরিয়ে দিতে পারি না। আমরাও চেষ্টা করেছি, কোনো সিন্ডিকেট পাইনি। সাপ্লাই বেশি থাকলে কোনো সিন্ডিকেট কাজ করে না। সিন্ডিকেট করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব এই রকম কোনো স্টকের খোঁজ পান, আমরাও খোঁজে আছি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !