শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

এস,এম,মাহমুদুল হক বাদল
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কর্মরত দুই সাংবাদিক দৈনিক অগ্নিশিখা পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি আবুল বাশার ও সাপ্তাহিক দৌলতপুর বর্তার নিজস্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এরি প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবীতে দৌলতপুর থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবীও জানান তারা এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের কুষ্টিয়া জেলা সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহমুদ হাসান সহ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক ফিরোজ কায়সার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া নির্বাহী সদস্য সোহাগ আলী, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাংগঠনিক সম্পাদক রাকিব আলী, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক সাইদুল ইসলাম, সম্রাট আলী, আশিক,সোনাই রহমান সুজন সহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিক নেতা কুষ্টিয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন , দৌলতপুর উপজেলায় কর্মরত দুই সাংবাদিকের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তাঁ পুরো সাংবাদিক সমাজকে বিব্রত করে তুলেছে।

এমন ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানান তিনি অন্যথায় এ আন্দোলন উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগীয় পর্যায়ে গড়াবে বলেও মানববন্ধনে জানান তিনি। মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানের সাথে কথা বলার উদেশ্য থানার ভিতরে প্রবেশ করলে তাকে না পেয়ে কথা বলেন ওসি তদন্ত মোস্তফার সাথে, ওসি তদন্ত মোস্তফা সাংবাদিকদ নেতাদের আশ্বস্ত করেন যে যত দ্রুত সম্ভব এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীদের আইনের আওতায় আনবে।

উল্লেখ্য থাকে যে দৌলতপুরে পেশাগত দায়িত্ব পালনকালে গত রবিবার (২৫ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় বাল‍্যবিবাহের ব‍্যাপারে তথ‍্য সংগ্রহের জন‍্য উপজেলার মথুরাপুর শেখ পাড়া গ্রামের জনৈক নাজমুল ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ২ সাংবাদিকের উপর হামলা সংঘটিত হয়।ভুয়া জন্ম নিবন্ধন দেখিয়ে বাল‍্যবিবাহ হচ্ছে স্থানীয় একজন বাসিন্দার দেয়া তথ‍্যের সত‍্যতা যাচাই করতে গিয়ে জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি আবুল বাসার ও সাপ্তাহিক দৌলতপুর বার্তা’র স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন।

ঘটনার পর দিন হামলার শিকার আবুল বাসার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন।কিন্তু অভিযোগের ভিত্তিতে এখনো কোন আসামী গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ,তবে দৌলতপুর থানার ওসি এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !