শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নে নারী নির্যাতন, সন্ত্রাস ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
ছবি, মতবিনিময় সভার ৷

ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নে সিধেল চুরি,নারী নির্যাতন, সন্ত্রাস ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ( ২৪আগষ্ট )  বিকেলে সাঁড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাজদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  হাদিউল ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও গুজবের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও সমাবেশে জানানো হয়।

 

অন্যান্যদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন  সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাঁড়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। এছাড়াও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন  সাঁড়া ইউনিয়নের ৪ নং বিট পুলিশিং এর বিট অফিসার (এস আই ) মফিজুল ইসলাম ।

 


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !