শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের আনন্দ-উল্লাসে মনোনয়নপত্র জমা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য ঈশ্বরদী উপজেলায় আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।

মঙ্গলবার ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ হওয়ায় প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি তাদের ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা দলের লোকজন সাথে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে স্ব-স্ব রিটারনিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন । স্বতন্ত্র ও ইউপি সদস্য পদের প্রার্থীরাও লোক সমাগমে পিছিয়ে নেই।

আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনিস-উর-রহমান শরিফ, এমদাদুল হক রানা সরদার, আকাল সরদার, সাইফুজ্জামান পিন্টু, আব্দুল মজিদ বাবলু মালিথা, আব্দুল খালেক মালিথা, বকুল সরদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হকের হাতে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা,  জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস।

এছাড়া লক্ষীকুন্ডা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনিছুল হক মোল্লা, সলিমপুর ইউনিয়নে স্বতন্ত্ প্রার্থী আতিয়ার রহমান, মুলাডুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান ফান্টু মন্ডল, সাঁড়া  ইউনিয়নে জুয়েল চৌধিরী, সাহাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মন্ডল, খাদিজা সুলতানা নিপা, এমলাক হোসেন বাবু, দাশুড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম বাদশা।

তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !