শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
চেয়ারম্যান, সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্য প্রার্থীদের মধ্য নির্বাচনী প্রতীক বরাদ্দ।

ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত চেয়ারম্যান, সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্য প্রার্থীদের মধ্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েসের উপস্থিতিতে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের প্রতীক বরাদ্দ দেন স্ব-স্ব  রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার৷

চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার, আকাল সরদার, আব্দুল মজিদ বাবলু মালিথা, আনিস-উর-রহমান শরীফকে নৌকা, জুয়েল চৌধুরী চশমা, আনিছুর রহমান আনারস, এমলাক হোসেন বাবু মোটর সাইকেল, জামাল উদ্দীন মন্ডলকে হাত পাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও সংরক্ষিত এবং সাধারণ আসনের সদস্য প্রার্থীদের মধ্য বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ দিকে পাকশী, মুলাডুলি, দাশুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এসময় নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্য বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কোন প্রার্থীর বিরুদ্ধে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোন অপ্রীতিকর ঘটনার ব্যাপারে সতর্ক রয়েছি। সকল প্রার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রচারণার আহবান জানান তিনি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !