নাটোরের লালপুরে লালপুর ০১নং ইউনিয়নে বালিতিতা ইসলামপুর গ্রামে জিসান আলী (১০) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। নিহত জিসান বালিতিতা ইসলামপুর গ্রামে মোঃ মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও সূত্রে জানা যায় (১৬ এপ্রিল ২০২২) শনিবার সকাল ১১টা ৪৫ মিনেটে উপজেলা বালিতিতা ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে ছোট ভায়ের সঙ্গে ঝগড়া করলে তার মা মুসলিমা বেগম দুইটি থাপ্পর মারলে অভিমান করে গলাই ওড়না পেচিয়ে ঘরের বারান্দায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় জিডি মোতাবে যা হয় সেটা হবে।