নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মাটি বোঝাই ট্রলির ধাক্কায় চার্জার চালিত ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়ার থান্দারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফিয়া বেগম (৬০) স্বামী জলিল খামারু এবং মোছাঃ আনজেরা (৬৫) স্বামীঃ মৃত ইনসার আলী। নিহত দুই নারী মোহকয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মোহরকয়ার থান্দারপাড়া এলাকায় মাটি বোঝাই ট্রলি এবং চার্জার চালিত ভ্যানে মুখোমুখি সংঘর্ষে মোছাঃ আফিয়া বেগম (৬০) চাকার পৃষ্ঠেঘটনাস্থলে মৃত্যুবরণ করেন, এবং মোছাঃ আনজেরা (৬৫) কে স্থানীয় জনগণ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথে মধে বাঘা থানা এলাকায় মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ড্রাইভার ১। মোঃ আতিক (১৬) পিতাঃ মোহাম্মদ কুদ্দুস ২। জীবন (১৬) পিতাঃ জিয়াউল হক উভয় গ্রাম বাকনাই দ্বয়কে আটক করে রেখে লালপুর থানা পুলিশের হাতে তুলে দেয় জনগণ। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন জানায়, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্ত্বতন করা হয়েছে। এাং ড্রাইভারকে আটক করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি।