নাটোরের লালপুর উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩টিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে পরিবেশ অধিদফতরের পরিদর্শক রফিকুল ইসলাম এ অভিযান চালিয়ে জরিমানা করেন।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় আইন না মানায় তিন ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা এবং মোহরকয়া এলাকার ১টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। গত সোমবার থেকে নাটোরের বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান শুরু করে সংস্থাটি।