রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীর সলিমপুরে জীবনের জয়গান মানব কল্যান সংস্থার চাউল বিতরণ ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধার মুক্তিযুদ্ধের প্রথম রণাঙ্গনে ঐতিহাসিক মাধপুর দিবসে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিকের গাড়ি চালক হত্যার আসামী আব্দুল মমিন গ্রেফতার ঈশ্বরদীতে রসাটমের আয়োজনে গণমাধ্যম কর্মীদের ইফতার মাহফিল ঈশ্বরদীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৫ মার্চ কালো রাতে শহিদদের স্মরণে ঈশ্বরদীতে মোমবাতি প্রজ্জ্বলন গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী

রাত পোহালে জেলা পরিষদ নির্বাচন,শেষ মূহুর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
জেলা পরিষদ নির্বাচন

রাত পোহালে জেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা শেষ মূহুর্তে ভোটারদের দ্বারেদ্বারে দৌড়ঝাঁপ করছেন।

আগামীকাল সোমবার  ১৭ অক্টোবর পাবনা  জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড (ঈশ্বরদী)  সদস্য পদে  নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। পৌরশহর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ছেঁয়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে।

প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি ও কখনো ছুটছেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।   ভোট প্রার্থীর আশায় প্রার্থীরা আত্মীয়তা ও দলীয় সূত্র খুঁজে ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলা পরিষদের এ ভোট নিয়ে সাধারণের মাঝেও চলছে আলোচনার ঝড়। প্রার্থীদের আদর্শ চরিত্র, শিক্ষা ও আয় রোজকারের বিষয়ে মানুষ খোঁজখবর নিচ্ছে। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতীত সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড।

তবে ইতিমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ নেতা বীরমু্ক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন নির্বাচিত হয়েছেন। অপর চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা কামিল হোসেন নির্দিষ্ট সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন শুধু সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন এই নির্বাচনে ভোটার হিসেবে থাকেন সকল পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ ১৩ জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ ১৩ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।

অর্থাৎ ৯ নং ওয়ার্ড ঈশ্বরদীতে একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন মিলিয়ে ভোটারের সংখ্যা ১০৭ জন। তাঁরা ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত করবেন কালকে । ঈশ্বরদীতে প্রার্থী রয়েছেন ৬ জন। এরা হলেন তৈফিকুজ্জামান রতন মহলদার, শফিউল আলম বিশ্বাস, সাইফুল আলম বাবু মণ্ডল, মুরাদ আলী মালিথা, মুরাদ আলী, আনসারুল ইসলাম বকুল মৃধা।

৯ নং ওয়ার্ড (ঈশ্বরদী) এর এই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য ভোটের ব্যবধানে একজন বিজয়ী হবেন। ভোটাররা বেশ মানসিক চাপের মধ্যে আছেন। কাকে ভোট দেবেন এ নিয়ে চলছে হিসাব নিকাশ। নাম প্রকাশে অনিচ্ছুক ভোটার জানান , সব প্রার্থীই কাছের মানুষ। তাই ভোট প্রয়োগ করা বেশ কঠিন। তারপরও কিছু বিষয় থাকে সেগুলো বিবেচনা করে আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নিবো কাকে ভোটটি দিবো।

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর