মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন লালপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজে বিদায়-বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত রূপপুর প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ফসলের ক্ষতিপূরণ পেলেন আরও ১৭ কৃষক ঈশ্বরদীতে রূপপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা-১৩ মে নির্বাচন বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পুস্পার্ঘ অর্পণ ঈশ্বরদীতে তিন লাখ নকল ব্যান্ডরোল-বিড়িসহ গ্রেফতার-১ ঈশ্বরদীর পাকশীতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন ঈশ্বরদীতে ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রীর সাথে রেজাউল রহিম লালের সৌজন্য সাক্ষাত

বার্তাকক্ষ
আজকের তারিখঃ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সাথে রেজাউল রহিম লালের সৌজন্য সাক্ষাত।

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রীর সাথে রেজাউল রহিম লালের সৌজন্য সাক্ষাত সালাম বিনিময় ঐতিহাসিক মাদরাসা মাঠে। দিনব্যাপী আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ও জনসভায় অংশ নিতে ভোর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে জনসভাস্থল অভিমুখে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস, ট্রাক, পিকআপ, ভটভটি, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে রাজশাহী আসেন তারা।

পায়ে হেঁটেও দলে দলে জনসভাস্থলে যোগ দিয়েছে মানুষ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। মাদরাসা মাঠমুখী জনস্রোত থেকে স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগর। স্লোগানে প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী বার্তা। দুপুরের আগেই রাজশাহী জনসভা স্থলে হাজারো নেতাকর্মী নিয়ে উপস্থিত হন পাবনা জেলা আ:লীগের সভাপতি প্রধানমন্ত্রীর আস্থাভাজন রেজাউল রহিম লাল।

এর আগে সকালে প্রবীন এ নেতা অর্ধশত প্রাইভেটকার, হাইস, ও বাসের বিশাল বহর নিয়ে পাবনা থেকে রাজশাহী উদ্দেশ্যে রওনা দেন। বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী জনসভা স্থলে উপস্থিত হলে মঞ্চে তার সাথে সৌজন্য সাক্ষাত করে সালাম বিনিময় করেন পাবনা জেলা আ:লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সেজন্য ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন তারা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সভাস্থলে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরই মধ্যে জনসভাস্থল মাদরাসা মাঠ ছাপিয়ে জনতার ঢল পাশের পদ্মাপাড়ে গড়ায়। পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। মাইকে প্রচার করা হয় ভাষণ। নগরীর ১৩টি পয়েন্ট লাগানো হয় বড় পর্দা। সেখানেও সরাসরি প্রচার করা হয় জনসভা

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !