আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রায় ৫ বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় বিকাল ৩টায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রতিদিনই কোন না কোন ইউনিয়ন ও পৌরসভায় চলছে স্থানীয় এমপির নূরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে জনসভার প্রস্তুতি সভা। এতে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর জন্য আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে পাবনা ৪ আসনের সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস এমপির নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও আটঘরিয়া উপজেলা আ:লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন উপজেলার প্রত্যেকটি, ইউনিয়ন ও পৌরসভায় প্রস্তুতি সভা প্রায় শেষের পথে। কিছু ইউনিয়নে প্রস্তুতি সভার কাজ চলমান রয়েছে। যে ভাবে মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরা হচ্ছে তাতে আশা করছি ঈশ্বরদী-আটঘরিয়া থেকে মানুষের জনসমাগম ঘটবে জনসভায়।
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, প্রধানমন্ত্রীর জনসভার মধ্যে দিয়ে আগামী নির্বাচনের নতুন নতুন বার্তা পাওয়া যাবে। রাজশাহী সহ উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে। তাই প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।