আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ঈশ্বরদীতে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরর কর্মকর্তা নাজনিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, যুগ্ম সম্পাদক সেলিম সরদার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিশেষ অবদান রাখায় মোট ৫ টি ক্যাটাগরিতে এ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
এ বছর উপজেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য লাবনী খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আফসানা খাতুন, সফল জননী রিজিয়া খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যানে জীবন পরিচালনার জন্য মালেকা বেগম, সমাজ উন্নয়নে অবদানের জন্য আতিয়া ফেরদৌস কাকলী কে এ সম্মাননা প্রদান।