পাবনা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত প্রার্থি আ স ম আব্দুর রহিম পাকন’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় ঈশ্বরদী আরআরপি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহম্মেদ বকুল, সাঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, মুলাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুল খালেক মালিথা, ছলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুল মজিদ বাবলু মালিথা, পাকশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাইফুজ্জামান পিন্টু, সাহাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইমলাক হোসেন বাবু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বকুল সরদার।
এ ছাড়া ঈশ্বরদী উপজেলার পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।