পাবনা জেলা আইনজীবী সমিতির (২০২৩) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সাবেক পিপি আখতারুজ্জামান মুক্তা সভাপতি ও আব্দুল আহাদ বাবু সম্পাদক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া পাবনা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পর রাত ১০ টার দিকে এ ফলাফল ঘোষনা করেন নির্বাচনে
দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সিনিয়র আইনজীবী আব্দুর রহিম খান।
অন্যান্য পদগুলোর মধ্যে সিনিয়র সহ সভাপতি আব্দুল হক খান(২১২), সহ-সভাপতি জাফর আলতাফ(২৩৮), কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া নবী (২১৬) , যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) আবু বক্কর সিদ্দিক (২০৬), যুগ্ম-সম্পাদক (লাইব্রেরী) কেএম মাহবুবুর রহমান (২৩১), যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) তৌহিদ হাসনায়েন(২১২), অভিটর ফারজানা পারভীন (২৩৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজিব চৌধুরী (২০৮), হাসনাত ইলিয়াস মেরী (২৩২), রাশিদুল ইসলাম (রাশেদ মৃধা-২৩২), নূরুজ্জামান নোমান (২৪৬) ।
সকল পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান মুক্তা পেয়েছেন ২৩৬ ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ১০১ ভোট।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল আহাদ বাবু পেয়েছেন ২৩৬ ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আরশেদ আলম পেয়েছেন ৯২ ভোট।
নির্বাচনে মোট ৩৬০ জন আইনজীবী.ভোটারদের মধ্যে ৩৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫টি সম্পাদকীয় ও ৪টি সাধারন সদস্য পদ সহ মোট ১৩টি পদের বিপরীতে ২৫জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৩ পদের বিপরীতে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মুক্তা-আহাদ বাবু প্যানেলে সবকটি পদেই প্রার্থী দিয়েছিলেন। তবে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আব্দুস- সাত্তার আরশেদ আলম প্যানেলে একজন সদস্য খালি রেখে বাকি ১২ পদে প্রার্থী দিয়েছিলেন। নির্বাচনে ১৩ পদের মধ্যে সদস্য পদে নূরজ্জামান নোমান সর্বোচ্চ ২৪৬ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারী পাবনা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ সভাপতি ও আলহাজ্ব তৌফিক ইমাম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।