পাবনার বেড়া উপজেলায় ভারেঙ্গা একাডেমির সহকারী শিক্ষক কর্তৃক স্কুলছাত্রী অপহরণের ৫দিন পর নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে
উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। এ সময় অপহরণকারী শিক্ষক হাসমত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় নিখোঁজ স্কুলছাত্রীকে শনিবার ১৪ মে বেড়া মডেল থানা পুলিশের এস আই মোঃ আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে উদ্ধার করতে সক্ষম হন।
বুধবার ৯ মে সন্ধ্যায় স্কুলছাত্রী অপহরণের শিকার হলে ছাত্রীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং ৪২৭।
মামলা ও ঘটনা সুত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক হাসমত হোসেন ঐ শিক্ষার্থীর নিজ বাড়ীতে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ানোর সুযোগে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে ঘুরে ফিরে নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রামে আছে বলে পুলিশ জানতে পারে। অবশেষে শনিবার অপহরণের ৫ দিনের মাথায় নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে পুলিশের জালে ধরা পড়ে ভিকটিমসহ অপহরণকারী শিক্ষক হাসমত হোসেন।
ভিকটিমকে উদ্ধারের বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে বেড়া থানা পুলিশ ঢাকা ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ দিকে পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দীন জানান এ ব্যাপারে ইতোমধ্যে বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ খবির সাহেবকে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে জানা যায় যে,উক্ত শিক্ষক খন্ডকালীন নিয়োজিত। এরপরও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত।