নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে শরিফুল ইসলাম ধুনায় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর বালুরঘাট এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শরিফুল ইসলাম ধুনায় বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের হবির চরের হবি মেম্বারের ছেলে। সে ভেড়ামারা উপজেলার মসলেমপুর বাইচ চরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত যুবক শরিফুল ইসলাম ধুনায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর বালুরঘাট এলাকায় পদ্মা নদী থেকে আহত পাখি উদ্ধার করকে গিয়ে অসাবধানতায় নদীতে তলিয়ে যায়।
পড়ে স্খানীয়রা পুলিশে থবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমদাদুল হক।