পাবনার আমিনপুর থানার কাজিরহাট ঘাট এর পল্টুনের উপর থেকে অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য পাঁচশত ছয় বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। আটককৃত আসামী তৌহিদ পিতা জাকির আলী মন্ডল, বখতিয়ার হোসেন পিতা- মোক্তার হোসেন, বাড়ী তালশার উত্তরপাড়া, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ।
র্যাব জানায়, গতকাল রাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়ার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে রাত ১২ টার দিকে পাবনা জেলার আমিনপুর থানার কাজিরহাট ঘাট এর পল্টুনের উপর অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে ০১টি ট্রাক, ট্রাকের কাজপত্র সহ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য আটক করে র্যাব-১২ পাবনার সদস্যরা। এসময় ট্রাকে পাঁচশত ছয় বোতল ফেন্সিডিলসহ ০২টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-৫,৭৫০/- টাকা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে পাবনার আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।