পাবনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে মূল্য বেশী রাখায় দুইজন ফার্মেসি ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা আদায়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের সোনাপট্টি এলাকায় আসান ফার্মেসিকে ২০ হাজার, একই বাজারের মেসার্স গনি ব্রাদার্সকে নোংরা পরিবেশে সেমাই ও বিস্কুট বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আনসার ব্যাটালিয়ন পাবনা সদরের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের পাবনা সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি। তিনি জানান,ডিংগু রোগীসহ, জীবন রক্ষাকারী এইচএস ,ডি এন এস এবং এন এস স্যালাইনের গায়ে মুল্য ৮৭ টাকা লেখা থাকলে ও তা বিক্রয় হচ্ছে ২৫০–৩০০ টাকা। অতিরিক্ত দামে বিক্রয় করার অপরাধে আসান ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স গনি ব্রাদার্স নোংরা পরিবেশে সেমাই ও বিস্কুট বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত