পাবনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে প্রাণের আদলে অনুমোদনহীন এনার্জি ড্রিংক্স প্রস্তুত এবং ফার্মেসিতে স্যালাইন থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের শালগারীয়া নিয়ম ফুড প্রোডাক্ট কারখানায় নোংরা পরিবেশে ফুড প্রস্তুত, প্রানের আদলে বি এস টি আই অনুমোদনহীন এনার্জি ড্রিংক্স তৈরী রার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৩, ৪৪ ও ৪৫ ধারায় ৬০ হাজার টাকা এবং ফার্মেসিতে স্যালাইন থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং মেয়াদ উর্ত্তীন স্যালাইন পাওয়ায় ৫১ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আনসার ব্যাটালিয়ন পাবনা সদরের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের পাবনা সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি। তিনি জানান পাবনা শহরের শালগারিয়া এলাকার নিয়ম ফুড প্রোডাক্ট কারখানায় নোংরা পরিবেশে ফুড প্রস্তুত, প্রানের আদলে বি এস টি আই অনুমোদনহীন এনার্জি ড্রিংক্স প্রস্তুত করায় ৬০ হাজার টাকা এবং ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীন স্যালাইন পাওয়ায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।