জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
এর আগে ২০১৮ ইং সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন এ জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন এবং ২০১৯ ইং সালে তিনি রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এ শিক্ষা কর্মকর্তা রাজশাহী জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই–বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর নাম থাকায় সন্তোষ প্রকাশ, আনন্দ ও মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক–কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নাসির উদ্দিন শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, কর্মঠ শিক্ষা কর্মকর্তা, তার গতিশীল নেতৃত্বে রাজশাহীর শিক্ষা ব্যবস্থার ব্যপক উন্নয়ন হয়েছে। ৬ ষ্ঠ ও ৭ ম. শ্রেণির নতুন কারিকুলের সঠিক বাস্তবায়ন হতে যাচ্ছে। এ অর্জন শুধু জেলা শিক্ষা কর্মকর্তার নয় গোটা শিক্ষা পরিবারের।