মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য দেশি বিদেশী চক্রান্ত চলছে। চক্রান্তকারীরা থেমে নেই।আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর কলহ নয়, কোন্দল নয়। শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখতে হবে। প্রতিটি বিষয় মনিটর করা হচ্ছে। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ চক্র অপপ্রচারের বাক্স খুলে বসেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামীলীগ আজ বিশাল বট বৃক্ষে রুপ নিয়েছে। ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল আওয়ামীলীগ থাকবেনা, আওয়ামীলীগ এতিম হয়ে গেল তাদের ভাবনা ভূল।
জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগকে নব উদ্যোমে বলিয়ান করেছেন। তার প্রমান আজকের বিপুল সংখ্যক উপস্থিতি। জনগনের ভালবাসা পেতে হলে প্রয়োজন জনগনের সাথে সম্পৃক্ততা। জনগনের সাথে আমাদের ভাল আচরণ করতে হবে। যদি আমরা জনগনের সাথে ভাল আচরণ না করি শেখ হাসিনা সরকারের সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে।
চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে প্রায় দেড় যুগ পর ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার চাটমোহরের বালুচর মাঠে অনুষ্ঠিত এ সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিলে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল, সম্মেলনের উদ্বোধক পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা আঃলীগ সদস্য মোঃ শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবীর, পাবনা জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০০৩ সালে চাটমোহর ডিগ্রী কলেজ মাঠে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।