কৃষকের সঙ্গে কাজ করা, তাদের কাজ সম্পর্কে ধারণা এবং স্থানীয় সরকারের বিভিন্ন অফিসের কার্যাবলী শিক্ষার্থীদের হাতে–কলমে শেখাতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজন করে সম্প্রসারণ মাঠ সফর।
বৃহস্পতিবার (৮ জুন) ৭ দিনব্যাপী এ সম্প্র্রসারণ মাঠ সফর উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সাথে শিক্ষাথীরা মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষক প্রভাষক মোরশেদুল।
৭ দিনব্যাপী এ সম্প্র্রসারণ মাঠ সফরে শিক্ষার্থীরা ঈশ্বরদী উপজেলার কৃষি খামার গুলো পরিদর্শন করেন।
দেশের গবেষণালব্ধ কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছানো, উপজেলার সাংগঠনিক রূপরেখা, কর্মপদ্ধতি ও বার্ষিক কর্মপরিকল্পনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে সম্প্রতি নিকট ভবিষ্যতের কৃষি প্রকৌশলীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ।
সম্প্রতি সাত দিনব্যাপী এ মাঠ সফরে অংশগ্রহণ করে কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ২৭ জন শিক্ষার্থী। শিক্ষা সফরে উল্লেখিত বিভাগের শিক্ষক প্রভাষক মোরশেদুল এর নেতৃত্বে শিক্ষার্থীরা সফর করেন ঈশ্বরদী উপজেলা।