আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় ঈশ্বরদীতে মোট ৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ১২ জন, ১৬টি মাদ্রাসায় ৪১৫ জন ও কারিগরি পরীক্ষার্থী রয়েছে ৩৭৬ জন। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানাই, উপজেলায় কারিগরি ও মাদ্রাসার দুটি কেন্দ্রসহ মোট ৭ টি কেন্দ্রে এবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক পর্যায়ে সাধারণ পরীক্ষার্থীদের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৮ জন, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৩৪ জন, নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৯ জন, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০ জন ও বাঁশেরবাদা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬১ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে।
এ ছাড়া উপজেলার ১৬টি মাদ্রাসার ৪১৫ জন পরীক্ষার্থী ঈশ্বরদী আলিম মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরির ৩৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবে উপজেলার অরণকোলায় অবস্থিত ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলের নির্ধারিত পোষাক বা ইউনিফর্ম পড়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। আর কোনো স্কুলের নির্ধারিত স্কুল ইউনিফর্ম না থাকলে মার্জিত পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। এ বিষয়ে পরীক্ষার্থী, প্রধান শিক্ষক, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেছে শিক্ষা বোর্ড গুলো।
এদিকে, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে করতে পারবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ অনুমতিবিহীন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে পরীক্ষার দিনগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।