জাতীয়করণের দাবিতে রোববার (১৬ জুলাই) থেকে ঈশ্বরদী সহ সারাদেশে সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় তালাবন্ধ রেখেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। কর্মসূচি পালনে শিক্ষকরা ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তবে বিটিএ’র সঙ্গে যেসব প্রতিষ্ঠান যুক্ত নয়, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে- সেগুলো বন্ধ রাখা হচ্ছে না বলে জানা গেছে।
এ বিষয়ে বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমরা জাতীয়করণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছি। জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছি। গত কয়েক দিনের চেয়ে আজকে আমাদের উপস্থিতি অনেক বেড়েছে। আগামীতে আরও বাড়বে। যতদিন জাতীয়করণ হবে না ততদিন আমরা রাস্তা ছেড়ে যাব না।
তিনি বলেন, যারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখবে। জাতীয়করণ হলে সে সুবিধা সবাই পাবে, আমরা একা পাব না’।
বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, ‘আমরা তালাবন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এটি মানছেন না বলে শুনতে পেরেছি। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেকে বিরোধিতা করেছিল, কিন্তু পরে স্বাধীনতার উপকারিতা ঠিকই ভোগ করছে’।
এর আগে, গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান তালাবন্ধ রাখার ঘোষণা দেন বিটিএ সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
জানা গেছে, গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আজ চতুর্থ দিন শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে, শনিবার বিকাল ৫টার মধ্যে দাবি আদায় না হলে রোববার সকাল থেকে সারাদেশের সব শিক্ষক-কর্মচারী ঢাকায় আসবেন বলে পূর্বে ঘোষণা করা হয়।