ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ম্যুরাল উম্মোচন করা হয়েছে।
সোমবার (২২ মে) ঈশ্বরদী সরকারি কলেজের শহীদ মারুফ হাসান মিন্টু স্মৃতি মুক্তমঞ্চে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল উম্মোচন করেন পাবনা–৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল উম্মোচন আগে কলেজের বিএন সি সির, স্কাউট দলের গার্ড অফ অনার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইসহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও উপজেলা কৃষক লীগে যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, ঈশ্বরদী সরকারি কলেজের বিএন সি সির কর্পোরাল প্রশিক্ষক সাইফুল ইসলাম সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান,কর্মচারী বৃন্দ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস বলেন বর্তমান সরকার শিক্ষা ও প্রযুক্তি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী স্মার্ট সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে আগামী দিনের কান্ডারী হিসেবে ছাত্র–ছাত্রীদের দ্বায়িত্ব নিতে হবে। তোমরা বড় হও বড় স্বপ্ন দেখো এবং ফেসবুক ও ইউটুব দেখার জন্য মোবাইল নয় তোমরা মোবাইলে গুগলের ব্যবহার বাড়াতে হবে শিক্ষার প্রসারে। যে স্বপ্ন তোমাদের পিতা মাতা দেখেন সে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পাঠ গ্রহনের পাশাপাশি সুস্থ শরীর গঠনের জন্য এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশের জন্য এ ধরনের আয়োজনের আহবান জানান।