পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে পড়ে থাকা বৃদ্ধকে উদ্ধার করলো আনসার সদস্যরা।
রবিবার (১৯ নভেম্বর) বিকালে ২ নম্বর প্লাটফর্মে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তব্যরত আনসার সদস্য মারুফ হোসাইন সরকার।
অজ্ঞাতনামা বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম শামীম।
তিনি জানান, বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায় নাই। কোন ব্যক্তি তার সন্ধান জানলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।