ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবমহিলা লীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৮ নভেম্বরে কেন্দ্রীয় যুবমহিলা লীগের সভাপতি নাজমা আকতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৪ সদস্য বিশিষ্ট উপজেলা ও ৭ সদস্য বিশিষ্ট পৌর যুবমহিলা লীগের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।অদৃশ্য কারনে প্রায় ৩ সপ্তাহ আগে অনুমোদিত নতুন এ কমিটি আজ প্রকাশ করা হল।
নতুন এ কমিটিতে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছে মেরিনা ইয়াসমিন লাকী ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে সোহানা পারভীন রুনা। পৌর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে শেখ সুললতানা পারভীন মিতা ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে শারমিন আহসান শাম্মী।
উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রোকসানা খাতুন রিমি, জোবায়দা নাসরীন রেবা, সেলিনা হক বেলা, জোসনা বেগম, আকলিমা খাতুন,মমতাজ খাতুন, যুগ্ম সম্পাদক নাহিদা মুনতাসির, মিতা খাতুন, সাবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তার, উম্মে হাবিবা, মনি খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরা খাতুন, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, অর্থ সম্পাদক আমিনা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ত্রান বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক রিক্তা, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক নারগিস খাতুন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক চম্পা খাতুন, সমাজ কল্যাণ সম্পাদক মিলি, ক্রীড়া বিষয়ক সম্পাদক নসিমা আক্তার, সদস্য- মরিয়ম খাতুন, আশা খাতুন, ভাগ্য রানী কর্মকার, আমিনা খাতুন, শ্যামলী খাতুন, অবন্তী, মৌ, চায়না, বেলি, নীলা।
পৌর কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহানাজ বেগম বেবি, নিলুফা ইয়াসমিন, কহিনুর বেগম, যুগ্ম সম্পাদক শান্তা ইসলাম চুমকি, সাংগঠানিক সম্পাদক রুহানী সাবরিন রজনী।