পাবনার ঈশ্বরদীতে উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির দ্বিতীয় বারের মত ত্রি–বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।রেজিষ্ট্রেশন রাজ–৩২৫১।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় ঈশ্বরদী সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হল রুমে কার্যনির্বাহী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির ত্রি–বার্ষিক কমিটি গঠন ও আলোচনা সভায় ঈশ্বরদী বাজারের মাহাবুর ইলেকট্রিক দোকানের স্বত্তাধিকারী মাহবুবুল আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম।
সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে মতামতের মাধ্যমে ত্রি–বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।
নবনির্বাচিত কমিটি সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ শোয়েব হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান লিটন, কোষাধক্ষ্য মোহাম্মদ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রুবেল হোসেন, প্রচার সম্পাদক মোঃ লোকমান হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, তথ্য সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রঞ্জু।
এ সময় ইলেকট্রিক ব্যবসায়ী মালিকদের মধ্যে সমিতির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুল আলী, মোঃ শামসুল হক বিশ্বাস, মোঃ ফিরোজ হোসেন মোমিন, মোঃ আল-আমিন হোসেন স্বপন, মোঃ কামাল হোসেন, মোঃ টিপু সুলতান, মোঃ আশরাফুল ইসলাম লিখন, মোঃ মাহামুদুল হক পাপ্পু।
নবগঠিত কমিটির উদ্দেশ্যে সভাপতি মোঃ আব্দুর রহিম বলেন, ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য লালন করে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন।
কার্যনির্বাহী কমিটি গঠন ও আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।