পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত আইজিপিকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা।
পরিদর্শনকালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম ফাড়িঁর বিভিন্ন নথিপত্র এবং অবকাঠামো পর্যবেক্ষণ করেন। বিভিন্ন দিক–নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন এবং মানবিক পুলিশিং সেবা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ পুলিশকে অগ্রণী ভূমিকা পালনের দিক–নির্দেশণা প্রদান করেন।