বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
লালপুরে ভেল্লাবাড়িয়া মাজার মসজিদে সিন্দুক ভেঙ্গে টাকা চুরি তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঈশ্বরদীতে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত তোমরা বড় হয়ে, সোনার মানুষ হবে: ইমদাদুল হক মিলন ২০২৪ সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ ঈশ্বরদীতে করিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০০ আসনে চূড়ান্ত সিগন্যাল অক্টোবরে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত পাবনায় রিকশাচালকের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পাবনার হাজিরহাট ও বনগ্রাম বাজারে পেঁয়াজ ও আলুর বাজার তদারকি

ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের রানিং স্টাফদের বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন
স্মারকলিপি প্রদান।

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের রানিং ষ্টাফদের আইবাস প্লাস এর মাইলেজ জটিলতা নিরসন ও মাইলেজ কোড বাতিল করে ‘পার্ট অব পে’ বেতন কোড চালুর দাবিতে পাকশী বিভাগীয় রেলের রানিং ষ্টাফরা বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১ জুন) সকালে রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের সামনে রেলওয়ে রানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় সহ-সম্পাদক রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটি এ্যাসোসিয়েশন পশ্চিম অঞ্চলের সভাপতি মনোয়ার হোসেন, রেলওয়ে গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, টিটি এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল-মামুন, টি টি এ্যাসোসিয়েশনের পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন খাঁন।

পরে বিক্ষোভকারীরা পাকশী বিভাগীয় রেলওয়ে যন্ত্র প্রকৌশলী আশীষ কুমার মন্ডল ও পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনের নিকট দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, রেলের রানিং স্টাফরা ব্রিটিশ আইন অনুযায়ী পার্ট অব পে হিসেবে ট্রেন বেতন-পেয়ে আসছেন। বর্তমানে রানিং স্টাফদের আইবাস সিস্টেমে যোগদান করতে বলা হচ্ছে। এতে একজন রানিং স্টাফ ৩০ দিনের বেশি মাইলেজ সুবিধা পাবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। বর্তমানে আট ঘণ্টা ট্রেন পরিচালনার পর বিশ্রামে যাওয়ার নিয়ম থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেন পরিচালনা করতে হচ্ছে তাঁদের।

ব্রিটিশ আইন অনুযায়ী শ্রমিকদের মাইলেজ সুবিধা দেওয়ার দাবি জানান। সমাবেশে বক্তারা আরও বলেন, মাইলেজ নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না। অধিকার হরণ করা হলে প্রয়োজনে নিয়মের বাইরে অতিরিক্ত ডিউটি পালন করা হবে না।

এ সময় রেলের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা এ বিক্ষোভ মিছিল, স্মারক লিপি প্রদানে অংশ নেন।

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !