পাবনার ঈশ্বরদীতে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম (৩৭)কে আটক করা হয়েছে। আটককৃত আসামি মোহাম্মদ শাহ আলম, পিতা– মোহাম্মদ মফিজ উদ্দিন, গ্রাম : ধানাদাহ পাড়, থানা– লালপুর, জেলা–নাটোর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর সদস্যরা সন্ধা ৭টায় সময় উপজেলার মুলাডুলি ফরিদপুর এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন এর মুদি দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঈশ্বরদী হতে মুলাডুলি গামী একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে। এ সময় মোটরসাইকেলের উপর বসা অবস্থায় মোহাম্মদ শাহ আলম এর নিকট ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের সমন্বয়ে একটি মাদকবিরোধী টিম গঠন করে উপজেলার মুলাডুলি ফরিদপুর এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন এর মুদি দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঈশ্বরদী হতে মুলাডুলি গামী একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের নিকট ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তাকে আটক করা হয়
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।