সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিত্বীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্ব- স্ব ইউনিয়নের অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন।