পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) দিনব্যাপী সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা- ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি. এম. রাহসিন কবির, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, দাশুড়িয়া সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহ্হমেদ কিরণ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন সহ আমন্ত্রিত অতিথি সাংবাদিক, শিক্ষক, অভিভাবক শিক্ষার্থীবৃন্দ।
সার্বিক ক্রীড়া পরিচালনায় ছিলেন পাকুড়িয়া স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু হেনা, সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রিপন, মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকীবিল্লা। খেলায় ধারা বর্ননায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম ও রুপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তি রানি।
উলেক্ষ্য যে, আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রায় ৩৬ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে।