পাবনার ঈশ্বরদীতে রেলের জায়গায় অবৈধভাবে স্থাপন করা দোকানপাট উচ্ছেদ এবং রেলের জমি উদ্ধার করেছে পাকশী বিভাগীয় রেল কর্তৃপক্ষ।
বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনের ফুটওভার ব্রিজের পাশের ১৬টি পাকা দোকান ঘর সহ আশির দশকে নির্মিত ঐতিহাসিক মাহাবুব আহমেদ স্মৃতি মঞ্চ উচ্ছেদ করে।
এ অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। উচ্ছেদ অভিযানকালে আরএনবির সদস্য ও রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান জানান, বৈধ লিজ গ্রহীতাদের নিবন্ধন বাতিল করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে আধুনিক মানের গাড়ি পার্কিং সহ বেশ কিছু আধুনিক স্থাপনা নির্মান করা হবে।
তিনি আরও জানান লিজ গ্রহীতাদের কয়েকবার নোটিশ ও মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তারপরও তারা স্থাপনা না সরালে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়।