রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঈশ্বরদীতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের সম্মানে রবিবার (২৬ মার্চ) ইফতার মাহফিলের আয়োজন করে।
মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে স্থানীয় পারমাণবিক তথ্যকেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ছাড়াও রসাটম এবং বাংলাদেশ পরমাণূ শক্তি কমিশনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিকের ট্রেনিং সেন্টারের পরিচালক গোলাম শাহীনুর রহমান। সঞ্চালনা করেন তথ্য কেন্দ্রের ম্যানেজার আশিক হায়দার অংকন।
ইফতার মাহফিলে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধির জন্যও দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন পারমাণবিক তথ্যকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস, বাংলা নববর্ষসহ জাতীয় দিবসগুলোতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।