পাবনার ঈশ্বরদী উপজেলার নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মাঝে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম, দশম ও দাখিল শ্রেণির মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ট্যাব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবির, উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থীরা। দাখিল শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মায়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব পেয়ে আমরা খুবই খুশি। এই ট্যাবের মাধ্যমে আমরা অনলাইন ক্লাস, পাঠ্য বইয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর, শিক্ষা বিষয়ক নানা তথ্য জানাসহ দাখিল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প’ হতে প্রাপ্ত ট্যাব দ্বিতীয় ধাপে উপজেলায় ৮টি ভকেশনালে ৪০টি, ১১টি মাদ্রাসায় ৬৬ এবং ৪৪টি বিদ্যালয়ে ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই ট্যাব বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নায়েব আলী বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে। শেখ হাসিনার এ ট্যাব উপহার শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির মধ্যদিয়ে দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তার অংশ। প্রযুক্তি নির্ভর অবাধ বিচরণের ক্ষেত্রে এ ট্যাব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।