বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
লালপুরে ভেল্লাবাড়িয়া মাজার মসজিদে সিন্দুক ভেঙ্গে টাকা চুরি তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঈশ্বরদীতে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত তোমরা বড় হয়ে, সোনার মানুষ হবে: ইমদাদুল হক মিলন ২০২৪ সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ ঈশ্বরদীতে করিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০০ আসনে চূড়ান্ত সিগন্যাল অক্টোবরে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত পাবনায় রিকশাচালকের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পাবনার হাজিরহাট ও বনগ্রাম বাজারে পেঁয়াজ ও আলুর বাজার তদারকি

ঈশ্বরদীতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ 

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে হয়রানী ও মানহানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আব্দুল হামিদের নাতি চঞ্চল আল হাসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার ১০ সেপ্টেম্বর রাতে আব্দুর রহমান ও তার ছেলে বিশা মালিথা, জসিম মালিথা,  শুকচাঁদ মালিথা সহ মোট নয় জনকে আসামী করে প্রতিপক্ষ আব্দুল হামিদের বড় ছেলে সামছুজ্জামান বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে ভুক্তভোগী পরিবার জানান, প্রতিপক্ষরা শুধুমাত্র আমাদের হয়রানীর উদ্দেশ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। যা ঈশ্বরদী থানা পুলিশ তদন্ত না করে সরাসরি এজাহারে হিসেবে নিয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।

দিয়ে

সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান,  আব্দুর রহমান ও আব্দুল হামিদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে সমস্যা। গত রবিবার একটা মিথ্যা অভিযোগ থানায় দিলে পুলিশ তা তদন্ত না করে মামলা হিসেবে নিয়েছে। আমি মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজনকে তদন্ত করতে বললেও তিনি  তা না করে অভিযোগ মামলা হিসেবে অন্তর্ভূক্ত করেছেন।

স্থানীয় ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুর রহিম মালিথা বলেন, মিথ্যা মামলার কারনে ভুক্তভোগী পরিবার হয়রানীর শিকার হচ্ছে। আমরা শান্তি শৃঙ্খলার জন্য এ ঘটনার সুষ্ঠ তদন্ত চায়। ভুক্তভোগী আব্দুর রহমানের মেয়ে শিউলী খাতুন জানান, আব্দুল হামিদের স্ত্রী আসমা খাতুন দীর্ঘদিন যাবৎ অসুস্থ। প্রতিপক্ষরা আসমা খাতুন কে হত্যা করে আমাদের ফাঁসাতে চায়। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চায়।

সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন।

এ বিষয়ে আব্দুর হামিদের ছেলে সামছুজ্জামান বলেন, আমার মা আসমা খাতুন কে অমানবিক ভাবে মারপিট করে রক্তাক্ত করে আবার তারাই সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিল করেছে। যাদের মধ্যে শিক্ষার কোনো আলো নেই, তারাই এসব করতে পারে। উপরে সৃষ্টিকর্তা একজন আছে আমরা তার কাছেই বিচার দিব।

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !