শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে গবেষণা মাঠ পরিদর্শন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের রানিং স্টাফদের বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান ঈশ্বরদীতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ ঈশ্বরদীতে গার্ল গাইডস এসোসিয়েশনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত ঈশ্বরদীতে মাধ্যমিক  পর্যায়ে প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ঈশ্বরদীতে শ্মশান ও মন্দিরে ধারাবাহিক চুরি ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাবনার ঈশ্বরদীতে আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে মাধ্যমিক  পর্যায়ে প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন
পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

পাবনার ঈশ্বরদীতে শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভালভমেন্ট প্রোগ্রাম এস ই ডি পি এর আওতাভুক্ত এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেইজড গ্রাউন্ড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন পি.বি.জি.এস.আই স্কিম এর আওতায় প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর মাধ্যমিক  পর্যায়ে প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, শেখ মেহেরউল্লা নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহজেবীন শিরিন প্রিয়া, ঈশ্বরদী বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজের সভাপতি মুরাদ আলী মালিথা।

এ সময় কর্মশালায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার সাথে জনসম্পৃক্তি বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহি উন্নয়নে ভূমিকা রাখবে। সুবিধাভোগী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনুদানসমূহ যথাযথ নিশ্চিত করার মাধ্যমে এই কর্মশালার সাফল্য অর্জিত হবে। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিগন এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !